• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

নিহত অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী

ফাইল ফটো

আইন-আদালত

শিক্ষক রেজাউল হত্যা মামলায় দুইজনের ফাঁসি ; তিনজনের যাবজ্জীবন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজন নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্য বলে জানা গেছে।  রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার মঙ্গলবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত দুইজন হলেন, বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম। 

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, নীলফামারির মিয়া পাড়ার রহমত উল্লাহ, রাজশাহী মহানগরীর নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার এবং তার ছেলে রিপন আলী। 

আসামীদের মধ্যে হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ শরিফুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। বাকি চারজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এন্তাজুল হক বাবু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads