• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ছবি সংরক্ষিত

আইন-আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জুন ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আগামী ১০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবী আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।

আজ বৃহস্পতিবার মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ঠিক ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় দুদক এ মামলা করে।

২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে  অভিযোগ গঠন করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads