• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
শিশু রাইফার মৃত্যু: চার চিকিৎসকের বিরুদ্ধে মামলার আবেদন

শিশু রাফিদা খান রাইফা

ছবি: সংগৃহীত

আইন-আদালত

শিশু রাইফার মৃত্যু: চার চিকিৎসকের বিরুদ্ধে মামলার আবেদন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৮ জুলাই ২০১৮

চিকিৎসকের অবহেলায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় থানায় চার চিকিৎসকের বিরুদ্ধে মামলার  আবেদন করা হয়েছে। চট্টগ্রামের চকবাজার থানায় আজ বুধবার মামলাটি করেন রাইফার বাবা সাংবাদিক রুবেল খান।

এ চার চিকিৎসক হলেন- ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্র দেব ও বেসরকারি ম্যাক্স হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।

চকবাজার থানার ওসি আবুল কালাম বলেন, আমরা এজাহারটি গ্রহণ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর মামলাটি গ্রহণ করা হবে।

এজাহারে রুবেল খান অভিযোগ করেন, চার চিকিৎসকের অবহেলা ও গাফিলতিতে রোগ সঠিকভাবে নির্ণয় না হওয়া এবং ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও অতিরিক্ত মাত্রায় সেডিল প্রয়োগের কারণে তার আড়াই বছর বয়সী মেয়েটির মৃত্যু হয়েছে।

এর আগে, এই চার চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার প্রমাণ পেয়েছে চট্টগ্রাম সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি।

গত ২৮ জুন জ্বর ও গলাব্যথা নিয়ে আড়াই বছরের রাইফাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির  ৩০ ঘণ্টা পর মারা যায় রাইফা। এ ঘটনায় ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ আনেন রাইফার বাবা সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খান। এরপর থেকে দোষী চিকিৎসদের শাস্তি ও অভিযুক্ত ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবিতে লাগাতার আন্দোলন করে আসছেন চট্টগ্রামের সংবাদকর্মীরা। এ আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে।

এ ঘটনার তদন্তে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি চার চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার প্রমাণ পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads