• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
চেম্বার আদালত ও হাইকোর্টের ২৩ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্ট

সংরক্ষিত ছবি

আইন-আদালত

দেড় মাসের অবকাশে সুপ্রিম কোর্ট

চেম্বার আদালত ও হাইকোর্টের ২৩ বেঞ্চ পুনর্গঠন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ আগস্ট ২০১৮

দেড় মাসের অবকাশ ছুটি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে। এ সময় জরুরি বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগের চেম্বার জজ আদালত ও হাইকোর্টের ২৩টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ বেঞ্চ পুনর্গঠন করেন।

ঈদুল আজহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং অবকাশের কারণে ১৬ আগস্ট থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ অক্টোবর থেকে যথারীতি খুলবে দেশের সর্বোচ্চ আদালত। সেদিন থেকেই নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। অবকাশের মধ্যে চেম্ব্বার জজ আদালতে শুনানির জন্য আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৩০ আগস্ট ও ৬ সেপ্টেম্বর বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং ১৭ ও ২৫ সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ ইমান আলী চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার জহিরুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হাইকোর্ট বিভাগের ২৩টি বেঞ্চ পুনর্গঠন হয়েছে। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এনেক্স ভবনের ১২ নম্বর বিচারকক্ষে আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট এবং ৪ ও ৫ সেপ্টেম্বর দায়িত্ব পালন করবেন। এ সময় তারা  ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদন ও জামিন আবেদন, ফৌজদারি রিভিশন, বিবিধ মোকদ্দমা, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের অধীনে করা মামলা, রায় ও আদেশ থেকে উদ্ভূত সকল মোশন সংক্রান্ত শুনানি গ্রহণ করবেন। বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মহিউদ্দিন শামীম সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এনেক্স ভবনের ৩৪ নম্বর বিচারকক্ষে ২৮ ও ২৯ আগস্ট, ৪ ও ৫ সেপ্টেম্বর দেওয়ানি মোশন, প্রথম আপিল, প্রথম বিবিধ আপিল, দেওয়ানি রুল, মোকদ্দমা ও আবেদনের শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এনেক্স ভবনের ১৩ নম্বর বিচারকক্ষে ১০, ১১, ১২, ১৭, ১৮, ১৯, ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর দেওয়ানি রুল, মোকদ্দমা ও আবেদনের শুনানি গ্রহণ করবেন।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বেঞ্চ পুনর্গঠনের তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads