• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
সিনহার বিরুদ্ধে হুদার মামলা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও ব্যারিস্টার নাজমুল হুদা

সংরক্ষিত ছবি

আইন-আদালত

সিনহার বিরুদ্ধে হুদার মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল সোমবার বিকালে শাহবাগ থানায় গিয়ে মামলাটি করেন সাবেক তথ্যমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের আহ্বায়ক। মামলাটি নথিভুক্ত করার কথা নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, ‘মামলাটি আমরা গ্রহণ করেছি। যেহেতু এটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত ও আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেহেতু এ মামলার তদন্ত-তদারকি সবকিছুই কমিশন করবে।’ মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ছোট ভাই অনন্ত কুমার সিনহার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

এর আগে সোমবার সকালে অনন্ত সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নামার কথা জানায় দুদক। এরপর বিকালেই হুদা মামলা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজমুল হুদা এক সময় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য এবং পদত্যাগের আগে দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। খালেদা জিয়ার সরকারে তথ্যমন্ত্রীও ছিলেন তিনি।

কয়েক বছর আগে বিএনপি ছেড়ে প্রথমে বিএনএফ এবং তা হাতছাড়া হয়ে যাওয়ার পর তৃণমূল বিএনপি নামে দল গঠন করেন নাজমুল হুদা। বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নামে একটি জোট গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেওয়ার চেষ্টায় রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীও হতে চান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads