• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
সিনহার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক)

সংরক্ষিত ছবি

আইন-আদালত

সিনহার বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত শুরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৮

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষ্যে সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এছাড়া সিনহার বিরুদ্ধে ৪ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর অভিযোগের অনুসন্ধানও শেষ পর্যায়ে।

দুদক সূত্র জানায়, এস কে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলাটি তদন্তের জন্য পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বলেছেন, তদন্ত শুরু হয়ে গেছে। তদন্ত কর্মকর্তা বিচার-বিশ্লেষণ করবেন। তিনি কী করবেন তা আমি বলতে পারব না। আমি তো অভিযোগ বিচার-বিশ্লেষণ এখনো করতে পারিনি।

তিনি বলেন, এটি আদালতের মাধ্যমে দুদকে এসেছে। আদালত তো কিছু না বুঝে আমাদের দেয়নি। তদন্ত আমাদের করতে হবে, এটা স্বতঃসিদ্ধ। কিছু একটা না থাকলে আদালত আমাদের দেবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে তাকে যথারীতি জিজ্ঞাসাবাদ করবে। সেটা কীভাবে করা হবে তা তদন্ত কর্মকর্তা নির্ধারণ করবেন। তবে জিজ্ঞাসাবাদ করা ম্যান্ডেটরি নয়।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশের আইনে সব ব্যবস্থা রয়েছে। আনার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল কনভেনশনে আছে। তবে এটা অনেক পরের বিষয়। এর আগে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ৪ কোটি টাকার বেশি সোনালি ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তরের অভিযোগও অনুসন্ধান শুরু করে দুদক। ওই অনুসন্ধান এখন শেষ পর্যায়ে বলে প্রশ্নের জবাবে জানান ইকবাল মাহমুদ।

সূত্র মতে, গত ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার মামলা দায়েরের পর তা ২৮ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের মাধ্যমে শাহবাগ থানার জেনারেল রেজিস্ট্রেশন (জিআর) শাখায় পাঠানো হয়। মামলায় দুর্নীতির অভিযোগ থাকায় তদন্তের জন্য দুদকে আসে। মামলার এজাহারে এস কে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ আনেন ব্যারিস্টার নাজমুল হুদা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads