• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ ১৪ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

সংগৃহীত ছবি

আইন-আদালত

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে আদেশ ১৪ অক্টোবর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল থাকবে কি-না সে বিষয়ে আগামী ১৪ অক্টোবর আদেশ দেবেন আদালত। আজ রোববার বিএনপি নেত্রীর আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনে রয়েছেন খালেদা জিয়া।

আজ মামলাটিতে খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না এবং মামলার  কার্যক্রম (যুক্তিতর্ক) স্থগিত করে কেন রায় ঘোষণা করা হবে না সে বিষয়ে উভয়পক্ষের আইনজীবীদের ব্যাখ্যা দেওয়া এবং পরে আদালতের  আদেশের দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষের আইনীজীবীরা কেন জামিন বাতিল করা যাবে না তার ব্যাখ্যা দিলেও এ মামলার  কার্যক্রম (যুক্তিতর্ক) স্থগিত চেয়ে উচ্চ আদালতে গিয়েছেন বলে আদালতে জানান। পরে বিচারক জামিন বহাল রেখে মামলার  কার্যক্রম (যুক্তিতর্ক) স্থগিত বিষয়ে আদেশ আগামী ১৪ অক্টোবর দেবেন বলে দিন ধার্য করেন। একইদিনে খালেদা জিয়ার জামিন বাতিল করা হবে কিনা সে বিষয়েও আদেশ দেবেন তিনি।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

খালেদা জিয়া ছাড়াও অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads