• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
মইনুলের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ব্যারিস্টার মইনুল হোসেন

ছবি : সংরক্ষিত

আইন-আদালত

মইনুলের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মাগুরায় মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা

  • ময়মনসিংহ ও মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি গতকাল মঙ্গলবার সকালে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের প্রথম আমলি আদালতে মামলাটি করেন।

এদিকে মাগুরায় ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলার পর গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১ আদালতে গতকাল দুপুরে মামলাটি করেন মানবাধিকারকর্মী ফরিদা রহমান।

ময়মনসিংহে মামলার বাদীর আইনজীবী পীযূষ কান্তি সরকার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ১১২২/২০১৮ ধারায় বিচারক রোজিনা খানমের আদালতে মামলাটি করা হয়েছে। টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেন মইনুল হোসেন। তার এমন বক্তব্যে একজন নারী হিসেবে মনিরা সুলতানা মনি সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে অপমানিত হয়েছেন। তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন তিনি।

মাগুরায় মামলার বাদী মানবাধিকার কর্মী ফরিদা রহমানের আইনজীবী সনি আহমদ জানান, ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে। বিকালে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার পর সমালোচনার মুখে মইনুল টেলিফোন করে ক্ষমা চান। তবে মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও মানহানির অভিযোগে কয়েকটি মামলা হয় তার বিরুদ্ধে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads