• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ব্যারিস্টার মইনুল হোসেন

সংগৃহীত ছবি

আইন-আদালত

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ অক্টোবর ২০১৮

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলার অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা করা হয়েছে। আজ বুধবার আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সুমনা আক্তার লিলি এ মামলা করেন।

পরে তিনি সাংবাদিকদের জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (ক) ও ২৯ ধারায় মামলাটি করা হয়েছে। এদিন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আস সামশ জগলুল হোসেন বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

আদালতে বাদীর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্ল্যাহ হিরু ও রাশিদা চৌধুরী নিলু।

মামলায় অভিযোগে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এ প্রচারিত টক শো ৭১ জার্নাল চলার সময়  ব্যারিস্টার মঈনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন, আপনি বলেছেন, একজন নাগরিক হিসেবে উপস্থিত থাকেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেন, আপনি জামায়াতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন।’ মাসুদা ভাট্টির এই কথার জবাবে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করতে চাই।’ একজন নারীর প্রতি ব্যারিস্টার মইনুল হোসেনের এমন ইচ্ছাকৃত ধারাবাহিক কুৎসা রটনা ও আক্রমণাত্মক বক্তব্য মাসুদা ভাট্টি ও নারী জাতির প্রতি বিরক্তিকর, অপমানজনক, অপদস্থমূলক এবং হেয়প্রতিপন্নকর বলে বাদী মনে করেন। প্রকাশ্যে এ ধরনের বক্তব্য প্রকাশ করার কারণে মাসুদা ভাট্টি তথা নারী জাতির সম্মানহানি নিরসনকল্পে মইনুল হোসেন আজ পর্যন্ত প্রকাশ্যে কোনও ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেননি।

এর আগে রংপুর আদালতে করা একটি মানহানির মামলায় গ্রেফতার বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের জামিন আবেদন নাকচ করে মঙ্গলবার কারাগারে পাঠান ঢাকার আদালত। আগের দিন সোমবার মইনুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads