• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
গায়েবি মামলা চৌগাছায় আসামি সৌদি প্রবাসী!

মামলা 

প্রতীকী ছবি

আইন-আদালত

গায়েবি মামলা চৌগাছায় আসামি সৌদি প্রবাসী!

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৮

যশোরের চৌগাছায় বিএনপি-জামায়াতের ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে কথিত নাশকতার মামলা করেছে পুলিশ। গত বুধবার রাতে চৌগাছা থানায় ডিবি পুলিশের করা এই মামলায় আরজান আলী নামে এক সৌদি প্রবাসীকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, যশোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় আটক দেখানো ব্যক্তিদের বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- চৌগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি আবদুল হালিম চঞ্চল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন এবং উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ফতেপুর গ্রামের সৌদি প্রবাসী আরজান আলীসহ ৩৯ জন। এদের মধ্যে এক ইউপি সদস্য, মাদরাসা শিক্ষকসহ ৯ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আটক করেছে বলে তাদের স্বজনরা জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, চৌগাছা সদর ইউপি সদস্য ও দিঘলসিংহা গ্রামের আবদুল মালেকের ছেলে বিএনপি নেতা মিজানুর রহমান, একই গ্রামের বদর উদ্দিনের ছেলে বিএনপি নেতা মহসিন আলী, দিঘড়ী দাখিল মাদরাসার সহকারী মৌলভী ও জামায়াত নেতা আন্দুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাওলানা রইচ উদ্দিন, একই গ্রামের আলিমুজ্জামানের ছেলে জামায়াত নেতা ইব্রাহিম খলিল ও কিনু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, আন্দুলিয়া গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে ইউনিয়ন বিএনপি নেতা সহিদুল ইসলাম, সুখপুকুরিয়া গ্রামের আবদুর রবের ছেলে জামায়াত নেতা ইদ্রিস আলী, চৌগাছা পৌরসভার কারিগরপাড়া গ্রামের ইব্রাহিম ড্রাইভাবের ছেলে বিএনপিকর্মী আমির হোসেন বাবু এবং কাবিলপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে ব্যবসায়ী নাসির উদ্দিন।

আরজান আলীর স্ত্রী শিখা বেগম বাংলাদেশের খবরকে জানিয়েছেন, তার স্বামী অনেক দিন থেকেই বিদেশে থাকেন। মাঝে একবার দেশে ফিরলেও প্রায় দুই বছর আগে আবার সৌদি আরবে গেছেন। দুই বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী বলেন, এটি একটি গায়েবি মামলা। আগের দিন সারারাত ধরে অভিযান চালিয়ে নেতাকর্মীদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা পরের দিন কীভাবে নাশকতার প্রচেষ্টা চালাতে পারেন?

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘আটক ব্যক্তিসহ নাম উল্লেখ করা ৩৯ জন এবং অজ্ঞাত ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে বুধবার চৌগাছা-যশোর সড়কের চৌগাছা সরকারি কলেজের সামনে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলার উদ্দেশ্যে একত্রিত হয়। সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালালে অন্য আসামি পালিয়ে গেলেও ৯ নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় আসামি মিজানুর রহমান ও ইব্রাহিম খলিলের হাতে থাকা প্লাস্টিকের বাজার করার ব্যাগে থাকা চারটি করে আটটি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads