• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
১৩ লাখ ইয়াবার মালিক রেজওয়ান তিন দিনের রিমান্ড

প্রতীকী ছবি

আইন-আদালত

১৩ লাখ ইয়াবার মালিক রেজওয়ান তিন দিনের রিমান্ড

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

চট্টগ্রামে উদ্ধার হওয়া ১৩ লাখ ইয়াবার মালিক মো. রেদোয়ান ওরফে জুবায়েরের তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এই আদেশ দেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, ১৩ ইয়াবা উদ্ধারের মামলায় রেদোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় নগর গোয়েন্দা পুলিশ। আদালত শুনানি শেষে তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩ মে হালিশহর এলাকা থেকে ১৩ লাখ ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, এসব ইয়াবার মালিক রেদোয়ান (৫৫)। পুলিশ তার খোঁজে অভিযান শুরু করে। এবং ইমিগ্রেশন পুলিশকে তার ব্যাপারে তথ্য দিয়ে রাখে।

গত বুধবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন রেদোয়ান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads