• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
ব্যারিস্টার রফিকুল ইসলামকে ডিভিশন দেওয়ার নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

সংগৃহীত ছবি

আইন-আদালত

ব্যারিস্টার রফিকুল ইসলামকে ডিভিশন দেওয়ার নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় কারাবন্দি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে ডিভিশন ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন।

রফিকুল ইসলামের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‘আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রফিকুল ইসলাম মিয়ার জামিনের আদেশের পাশপাশি ডিভিশন ও যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিতে আবেদন করেছিলাম। বিচারক জামিনের আবেদন খারিজ করে দিলেও ডিভিশন ও যথাযথ চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’

গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক শেখ গোলাম মাহাবুব ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাস অতিরিক্ত কারাদণ্ড ভোগ করার নির্দেশ দিয়েছেন আদালত।

পরে সন্ধ্যায় ইস্কাটনের নিজ বাসা থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads