• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
দিনাজপুরে নাশকতা মামলায় ৯ জামায়াত-শিবির কর্মী কারাগারে

মানচিত্রে দিনাজপুর

সংগৃহীত ছবি

আইন-আদালত

দিনাজপুরে নাশকতা মামলায় ৯ জামায়াত-শিবির কর্মী কারাগারে

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

নাশকতা মামলার পলাতক ৯ জামায়াত-শিবিরের কর্মীর জামিন আবেদন নাকচ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে নাশকতা মামলার পলাতক ৯ জামায়াত-শিবির কর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে সকলকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এরা হচ্ছেন খানসামা উপজেলার ভেড়ভেড়ি গ্রামের আব্দুল ওয়াহেদ ও তাজুল ইসলাম, বিষ্ণপুর গ্রামের আব্দুর রহিম ও জবেদ আলী, পাকেরহাট বাজারের রাইজুল ইসলাম, রায়হানুল কবির, মোর্শেদুর রহমান, নুরুল ইসলাম ও বাবলু মিয়া। পরে কড়া পুলিশী প্রহরায় ৯ জনকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর রাত ৯ টায় জামায়াত-শিবিরের কর্মীরা পাকেরহাট বাজারে পাট বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে সমুদয় পাট ও ট্রাক অগ্নিকান্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ট্রাক চালক লুৎফর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খানসামা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ মাস তদন্ত শেষে এসআই আতাউর রহমান আদালতে জামায়াত-শিবির ও বিএনপির ৪৮জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট পেশ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads