• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
সাতক্ষীরায় দুটি ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতে অভিযান

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

সাতক্ষীরায় দুটি ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতে অভিযান

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

সাতক্ষীরায় দুটি ফুড ফ্যাক্টরিতে নিম্নমানের খাদ্য দ্রব্য সামগ্রী ও ওজনে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানে জরিমানা ও সতর্ক করা হয়েছে। আজ রোববার বিকালে শহরের পুরাতন সাতক্ষীরা ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালি মর্ডান ফুড প্রডাক্টসে এ অভিযান চালানো হয়।  

সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন সাতক্ষীরায় অবস্থিত ইভা এন্টারপ্রাইজ ও বাটকেখালি অবস্থিত মডার্ন ফুড প্রডাক্টসে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে নিম্নমানের খাদ্য সামগ্রী ও ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে দশ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠান দুটির মালিকগন ভুল স্বীকার করেন এবং ২০০৯ সালের ভোক্ত অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ব্যবসা পরিচালনা করার অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ আদনান ও ইন্দ্রজীত সাহা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads