• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
ফুডকোর্টে মূল্য প্রদর্শিত না হলে স্টল বন্ধ

ফুডকোর্ট

সংরক্ষিত ছবি

আইন-আদালত

ডিএমপির সংবাদ সম্মেলন

ফুডকোর্টে মূল্য প্রদর্শিত না হলে স্টল বন্ধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

আগামী ৯ জানুয়ারি থেকে রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। ইতোমধ্যে এই মেলার নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে মেলার ক্রেতা ও দর্শনার্থীদের সঙ্গে স্টল মালিকরা যেন কোনো প্রতারণা করতে না পারেন তারও ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিশেষ করে মেলার খাবারের স্টলগুলোর অযৌক্তিক দামের কারণে গ্রাহকদের ভোগান্তি কমাতে সেখানে মূল্য তালিকা প্রদর্শনী বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ফুড কোর্টে মূল্য তালিকা প্রদর্শিত না হলে সেই স্টল বন্ধ করে দেবে পুলিশ।

গতকাল শনিবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি জানান, মেলায় প্রবেশের পূর্বে অবশ্যই মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা এবং তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। টিকেট কালোবাজারি ও ইভটিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ টিম। মেলার অভ্যন্তরে সুবিধাজনক স্থানে চারটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। মেলার অভ্যন্তরে থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাও।

বাণিজ্যমেলায় গৃহীত নিরাপত্তা সম্পর্কে কমিশনার বলেন, রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বের ন্যায় আমরা যথেষ্ট মজবুত ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে।

তিনি জানান, নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোনো হকার ও ভিক্ষুক থাকবে না। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার।

এ ছাড়া মেলার সার্বিক নিরাপত্তায় যার যার অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

সংবাদ সম্মেলনে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, রফতানি উন্নয়ন ব্যুরো (উপপরিচালক অর্থ) মোহাম্মদ আবদুর রউফ, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাণিজ্য মেলার বিভিন্ন প্যাভিলিয়নের প্রতিনিধিসহ রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads