• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
যমুনা ব্যাংকের এমডিকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম

সংগৃহীত ছবি

আইন-আদালত

যমুনা ব্যাংকের এমডিকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

আদালতে হাজির না হলে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলমকে গ্রেফতারের মাধ্যমে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

মামলাকারীর আইনজীবী এবিএম আলতাফ হোসেন জানান, এক গ্রাহকের রাখা এমটিডিআর অর্থ (মাসিক মুনাফা নেওয়ার স্থায়ী সঞ্চয়) প্রদানে উচ্চ আদালতের নির্দেশ প্রতিপালন করেননি যমুনা ব্যাংকের এমডি। আজ (গতকাল মঙ্গলবার) তার ব্যক্তিগত হাজিরা ছিল। কিন্তু তিনি তার আইনজীবীর মাধ্যমে বলেছেন, তিনি দেশের বাইরে। এ কারণে তিনি সময়ও চেয়েছেন। আমরা এতে আপত্তি জানিয়ে বলেছি, এটা তিনি চালাকি করেছেন। তিনি দেশের বাইরে গেছেন কি না আমরা জানি না। কারণ, তার ভ্রমণ সংক্রান্ত কোনো ডকুমেন্ট আদালতে দাখিল করেননি। পরিপ্রেক্ষিতে আদালত যমুনা ব্যাংকের এমডি শফিকুল আলমকে আগামী ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে বলেছেন। নাহলে তাকে গ্রেফতার করে নিয়ে আসার শর্তযুক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন হাজির না হলে তাকে গ্রেফতার করে নিয়ে আসতে মতিঝিল থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মামলাকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। যমুনা ব্যাংকের এমডির পক্ষে ছিলেন আইনজীবী হাবিবুল ইসলাম ভূঁইয়া। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শামীম খালেদ আহমেদ।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads