• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
সুপ্রভাত বাসের চালক ৭ দিনের রিমান্ডে

প্রতীকী ছবি

আইন-আদালত

সুপ্রভাত বাসের চালক ৭ দিনের রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মার্চ ২০১৯

রাজধানীতে বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসের চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  আজ বুধবার পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।

এর আগে, বাসচালক সিরাজুলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে গুলশান থানা-পুলিশ।  আবেদনে বলা হয়, আসামি সিরাজুল তার চালানো বাসের চাপায় আবরার নিহত হন বলে স্বীকার করেছেন। চালকের সহকারীর নাম আসামি প্রকাশ করেননি। তবে বাসমালিকের নাম বলেছেন। ঘটনার রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত শুনানি নিয়ে আসামি সিরাজুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চালক সিরাজুলের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী।

উল্লেখ্য, রাজধানীর নদ্দায় প্রগতি সরণিতে মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে ‘সুপ্রভাত পরিবহনের’ একটি বেপরোয়া বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরীর ছেলে আবরার বিইউপি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারসহ বসুন্ধরা এলাকায় বসবাস করতেন।

র্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন আবরারের সহপাঠী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবিতে স্লোগান দেন। আজও সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads