• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
ধুনটে জামায়াতের দুই আমীর গ্রেপ্তার

জামায়াতের দুই আমীর গ্রেপ্তার

পৃতীকী ছবি

আইন-আদালত

ধুনটে জামায়াতের দুই আমীর গ্রেপ্তার

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৯

বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় জামায়াতের দুই আমীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে শাহজাহান আলী নিমগাছী ইউনিয়ন পূর্ব শাখার আমীর এবং কামরুজ্জামান নিমগাছী ইউনিয়ন পশ্চিম শাখার আমীরের দায়িত্বে রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে শাহজাহান আলী (৭০) ও একই ইউনিয়নের ফরিদপুর গ্রামের মোন্তেজার রহমানের ছেলে কামরুজ্জামান রাকিব (৩৭)।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, গত ২০১৪ সালে ধুনট সদরের হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতামুলক কর্মকান্ডের চেষ্টা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এসময় পুলিশ বাঁধা দেওয়ার চেষ্টা করলে কর্ত্যরত পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়।

ওই মামলার এজাহারভুক্ত আসামী জামায়াত নেতা শাহজাহান আলী ও কামরুজ্জামান রাকিব। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাদের ধুনট থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads