• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ফু-ওয়াং ক্লাব সিলগালা

ছবি : সংগৃহীত

আইন-আদালত

ফু-ওয়াং ক্লাব সিলগালা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৯

পুলিশের অভিযানের দুই দিনের মাথায় রাজধানীর তেজগাঁওয়ের ফুওয়াং ক্লাবে ফের অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান শেষে বিপুল পরিমাণ অবৈধ মাদক দ্রব্য জব্দ করেছেন। এসময় আটক করা হয়েছে ক্লাবের ৩ কর্মচারিকে। গতকাল বুধবার রাত ১২টায় অভিযান শুরু হয়ে শেষ হয় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ক্লাবে অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ মদ জব্দ করা হয়েছে। সাধারণত নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মদ আনার অনুমোদন থাকে। জব্দ করা মদ সেই তালিকায় নেই।

অভিযানের শুরু থেকেই গণমাধ্যমকর্মীদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন ক্লাব ও বারে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। যদিও ক্লাবটিতে দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো চলছিল বলে অভিযোগ পেয়েছিল পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads