• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
টঙ্গীবাড়ীতে পচাঁ খেজুর রাখায় ৪লক্ষ টাকা জরিমানা

রামিশা কোল্ডষ্টোর থেকে উদ্ধারকৃত ৫হাজার কেজি মেয়াদোত্তীর্ণ পচাঁ খেজুর

ছবি : বাংলাদেশের খবর

আইন-আদালত

টঙ্গীবাড়ীতে পচাঁ খেজুর রাখায় ৪লক্ষ টাকা জরিমানা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৯

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় রামিশা কোল্ডষ্টোরকে চার লক্ষ টাকা জমিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল শুক্রবার রাত ১০টায় উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের রামিশা কোল্ডষ্টোরে অভিযান চালিয়ে ৫হাজার কেজি মেয়াদোত্তীর্ণ পচাঁ খেজুর উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী অফিসার মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুলাপুর রামিশা কোল্ডাষ্টোরে অভিযান চালাই। সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ পচাঁ খেজুর পাওয়া যায়। তাই মেয়াদউর্ত্তীণ পঁচা খেজুর মজুদ রাখায় নিরাপদ খাদ্য আইন ২০১৩এর ২৯ ধারায় রামিশা কোল্ডষ্টোরকে ৪লক্ষ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত পচাঁ খেজুর পাশবর্তী ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads