• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ভোলায় বিপ্লবসহ তিনজন কারাগারে

সংগৃহীত ছবি

আইন-আদালত

ভোলায় বিপ্লবসহ তিনজন কারাগারে

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৯

ভোলায় বোরহানউদ্দিনে নবী করিম (সা:) কে ফেসবুকে  কটূক্তির   দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের  মামলায় গ্ৰেপ্তার হওয়া বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ তিনজনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার রাতে আদালতে হাজির করার পর আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মোহাইমিনুল ইসলাম জানান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মো. সানাউল হক এর আদালতে বুধবার রাতে বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, হ্যাকার রাফসান ইসলাম শরীফ এবং মো. ইমনকে রিমান্ড শেষে হাজির করা হয়। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। 

মামলার আসামি বিপ্লবের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, আমরা বিপ্লবের জামিনের আবেদন করেছি। আগামী রোববার শুনানি হলে আসামিদের জামিন হবে বলে আশা করি। কারণ ইতিমধ্যে পুলিশ নিশ্চিত করেছে যে, বিপ্লবের আইডিটি হ্যাক হয়েছে। সেই মর্মে আমরা গত ১৮ অক্টোবর বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। সুতরাং আমি মনে করি বিপ্লবের জামিনে আর কোনোরকম আইনগত বাধা থাকবে না।

উল্লেখ্য, ভোলায় বোরহানউদ্দিনে নবী করিম (সা:) কে ফেসবুকে  কটুক্তির  ঘটনায় গত ২০ অক্টোবর রোববার  বোরহানউদ্দিনে জনতা পুলিশ সংঘর্ষর ঘটনায় ৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads