• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
শেরপুরে ১২ ভূয়া পরীক্ষার্থী আটক, দুই মাদ্রাসা সুপারের দণ্ড

শেরপুরে আটককৃত দুই মাদরাসা সুপার

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

শেরপুরে ১২ ভূয়া পরীক্ষার্থী আটক, দুই মাদ্রাসা সুপারের দণ্ড

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২০

বগুড়ার শেরপুরে দুই মাদ্রাসা সুপারসহ বারো ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক হওয়া ওই দুই সুপারকে একমাস করে কারাদণ্ড দেয়া হয়।

আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকু-ি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার আরবী দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

দণ্ডাদেশ প্রাপ্ত সুপাররা হলেন, উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ দাখিল মাদ্রাসার সুপার ও গুয়াগাছি গ্রামের আজিজুর রহমান ছেলে আকবর আলী (৪৯) ও সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া দাখিল মাদ্রাসার সুপার ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আবুদিয়া গ্রামের মৃত আহমদ আলীর ছেলে সেলিম উদ্দীন (৪৮)। এছাড়া আটককৃত ভুয়া পরীক্ষার্থীকে থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

ভূয়া পরীক্ষার্থীরা হলেন, কল্যণী বালিকা দাখিল মাদ্রাসার মোছা. আরমিনা খাতুন, সাথী আক্তার, সীমা খাতুন, লায়লা আক্তার, নাসিমা পারভীন, নাকুয়া দাখিল মাদ্রাসার আবু রায়হান, আব্দুস সালাম, কাওছার আলী, সুজন মিয়া, তাসলিমা খাতুন ও মধ্যভাগ দাখিল মাদ্রাসার মো. সোহাগ হোসেন ও মোছা. শ্যামলী খাতুন।

উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানা এই তথ্য নিশ্চিত করে জানান, ওই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে গোপনে ভুয়া পরীক্ষার্থীদের সম্পর্কে জানতে পেরে তাদের যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে তাদের প্রবেশপত্রের সঙ্গে ছবি ও নামের মিল না থাকায় তাদের আটক করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads