• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
শমী কায়সারের বিরুদ্ধে প্রতিবেদন ২ মার্চ

ফাইল ছবি

আইন-আদালত

শমী কায়সারের বিরুদ্ধে প্রতিবেদন ২ মার্চ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০২০

প্রেস ক্লাবে সাংবাদিক হেনস্তার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান গতকাল মঙ্গলবার এ দিন ধার্য করেন।

ওই দিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ২৪ অক্টোবর এ মামলায় শমী কায়সারের বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পায়নি’ মর্মে চূড়ান্ত প্রতিবেদন দেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান। ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী নুজহাতুল হাসান।

সেই নারাজি আবেদনের ওপর শুনানি শেষে গত ২৫ নভেম্বর একই আদালত অভিযোগটির অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধন অনুষ্ঠানে  শমী কায়সারের স্মার্টফোন চুরি হয়। এই ঘটনা নিয়ে শুরু হওয়া প্রতিবেদন আজও চলমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads