• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
সখীপুরে বাল্যবিয়ের অপরাধে কনের বাবাকে ৪০হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি

আইন-আদালত

সখীপুরে বাল্যবিয়ের অপরাধে কনের বাবাকে ৪০হাজার টাকা জরিমানা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের অপরাধে কনের বাবা আবুল কালামকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ড দেন।

আদালত সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসডিএস মোড় এলাকায় কনের বাড়িতে গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে ইউএনও আসমাউল হুসনা লিজা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে কনের বাবা ও মাকে ধরে আনেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads