• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
কচুয়ায় ৭ দোকানে জরিমানা

কচুয়ার সাচার বাজারে ভ্রাম্যমান আদালত পচিালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কচুয়ায় ৭ দোকানে জরিমানা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিকভাবে নিত্য পণ্যের দাম বাড়ানোর দায়ে কচুয়ার সাচার বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যামাণ আদালতে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করেছে।

একই দিন কচুয়ার বিতারা ইউনিয়নের শীলাস্তা গ্রামে বিদেশ ফেরত প্রবাসি হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুপুরে কচুয়া উপজেলার সাচারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা শুনে সেখানে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্য আদালত পরিচালনা করি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অনেক বেশী রাখায় ৭টি দোকানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে বিতারা ইউনিয়নের শীলাস্তা গ্রামের বিদেশ ফেরত যুবক হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads