• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
নেত্রকোনার পূর্বধলার ২৮ ব্যাবসায়ীকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

আইন-আদালত

নেত্রকোনার পূর্বধলার ২৮ ব্যাবসায়ীকে জরিমানা

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

করোনা ভাইরাসের কারণে বাজারে সরবরাহ কম দেখিয়ে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর দায়ে নেত্রকোনার পুর্বধলা উপজেলায় ২৮ ব্যাবসায়ীকে ৩লাখ ৪হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার বিকেলে বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বাড়ানোর দায়ে উপজেলা প্রশাসন বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড দিয়েছেন। পুর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম এই আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের কারণে বাজারে সরবরাহ কম দেখিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে ফেলে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার উপজেলার বিভিন্ন বাজার মনিটরিংয়ে নামে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় স্টেশন বাজারের ৮ ব্যবসায়ীকে ৬৫০০০হাজার, বড় বাজারের ৬ ব্যবসায়ীকে এক লাখ ৩৫ হাজার, চৌরাস্তায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার ফাজিলপুরের ৪ ব্যবসায়ীকে ১৯ হাজার, হিরনপুরের ৬ ব্যবসায়ীকে ৫৫ হাজার, হোগলার ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে।

ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এই অর্থদন্ড আদায় করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads