• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
সখীপুরে দশম শ্রেণির ২ শিক্ষার্থীর বাল্যবিয়ে, ৪ জনকে সাজা

প্রতীকী ছবি

আইন-আদালত

সখীপুরে দশম শ্রেণির ২ শিক্ষার্থীর বাল্যবিয়ে, ৪ জনকে সাজা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের সখীপুরে নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বর-কনের মা ও স্ট্যাম্প লেখকসহ চারজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা দেন। এ ঘটনায় কনে ও বরকেও গাজীপুরের কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও একই গ্রামের জামাল তালুকদারের মেয়েকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। বর-কনে দুজনই স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরে স্ট্যাম্প লেখক রুবেল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড, বিয়ে পড়ানোর অপরাধে মৌলবী আবুল কালাম ও বরের মা এবং কনের মাকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বর ও কনেকে গাজীপুর কিশোর-কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আদালতের নির্বাহী হাকিম আসমাউল হুসনা লিজা বলেন, বাল্যবিবাহ দেওয়ার অপরাধে চারজনকে সাজা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads