• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ কারাগারে

সংগৃহীত ছবি

আইন-আদালত

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার রাতে মিরপুর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আব্দুল মাজেদকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর দুই কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় বেঁচে যান।

বঙ্গবন্ধুর পাঁচ হত্যাকারী সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি ২০১০ সালের জানুয়ারি মাসে কার্যকর হয়।

আরেক খুনি আজিজ পাশা ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads