• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

আদালতে ওসি প্রদীপ কুমার দাশ

ছবি: বাংলাদেশের খবর

আইন-আদালত

সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০২০

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর বাকি চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারক। 

আত্মসমর্পণের পর জামিন আবেদন নাকচ করে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের রিমান্ড ও জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল।

এর আগে, চট্টগ্রাম পুলিশের কাছে আত্মসমর্পণ করে প্রদীপ কুমার দাস। টেকনাফ থানায় প্রদীপসহ ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার পর বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের দামপাড়া সিএমপি হেডকোয়ার্টার থেকে পুলিশের একটি বহর তাকে কক্সবাজারে নিয়ে আসে। ওসি প্রদীপ বুধবার রাত থেকেই নগর গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিল বলে সূত্রে জানা গেছে।

এদিকে টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাত ১২টার পর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা ঘটনায় আদালতে দায়েরকরা আর্জি ও বিচারকের আদেশ মোতাবেক বুধবার গভীর রাতে (১২টার পর) টেকনাফ থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

এর আগে, বুধবার সকালে মেজর সিনহা হত্যার বিরুদ্ধে বিচার চেয়ে টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বড় বোন শরমিন শাহরিয়ার ফেরদৌস। টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার করার একদিন আগে নিজেকে অসুস্থ দাবি করে ছুটিও নেন তিনি।

টেকনাফের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারাহ্ এর দেয়া আদেশ অনুযায়ী নিয়মিত মামলা হিসেবে রুজু করে তদন্তের জন্য টেকনাফ মডেল থানা থেকে র‌্যাব-১৫ এর কাছে পাঠানো হয় নথিটি। বিচারকের নির্দেশ মতে র‌্যাব-১৫ মামলাটি তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

র‌্যাব এর তদন্তকারী কর্মকর্তা আসামিদের ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক উক্ত আদেশ দেন।

টেকনাফ মডেল থানায় হওয়া নিয়মিত ওই হত্যা মামলায় আসামিরা হলেন-টেকনাফ থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছরা শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহারকৃত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এসআই টুটুল, কনস্টেবল মো: মোস্তফা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads