• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
দুদকের মামলায় বদির বিচার শুরু

ফাইল ছবি

আইন-আদালত

দুদকের মামলায় বদির বিচার শুরু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০২০

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কক্সবাজারের টেকনাফের সরকার দলীয় সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা করা হয়েছে।

রোববার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাল হোসেন এই আদেশ দেন। এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বদির বিরুদ্ধে দুর্নীতির মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আগামী ১৫ অক্টোবর সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী সালাউদ্দিন লাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ৪৭ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত ও ৬৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০০৭ সালের ডিসেম্বরে টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা হয়। নগরীর ডবলমুরিং থানায় বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী আইনজীবী আলী আকবর। পরে ২০০৮ সালের জুনে চার্জশিট জমা দেয় দুদক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads