• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির ১০০ কোটি টাকার মামলা

প্রতীকী ছবি

আইন-আদালত

নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির ১০০ কোটি টাকার মামলা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০২০

কক্সবাজারে ব্লাস্ট নামের এনজিওর এক নারী কর্মীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে বিজিবি। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে মঙ্গলবার মামলাটি দায়ের করা হয়।

বিজিবির বিরুদ্ধে মানহানির অভিযোগে ব্লাস্ট নামের এনজিও এর নারী কর্মীর (২৮) বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এর আগে গত ৮ অক্টোবর বিজিবির তল্লাশি ফাঁড়িতে ওই নারীকে তল্লাশি করা হয়। জানা গেছে, ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজিবি সদস্যদের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ আনেন ওই নারী।আদালত আগামী ৭ কার্যদিবসের মধ্যে মামলার সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বিজিবির পক্ষে মামলার বাদী হয়েছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া তল্লাশি ফাঁড়ির জেসিও নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা মামলার অভিযোগে বলা হয়, বিজিবির বিরুদ্ধে ওই নারী উদ্দেশ্যপূর্ণভাবে গণধর্ষণের মতো মিথ্যা অপপ্রচার চালিয়েছেন। এতে বাহিনীটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এ জন্যই বিজিবি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদুল করিম ও অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, ওই নারী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এনজিও কর্মী হিসেবে কাজ করেন। গত ৮ অক্টোবর সকালে হ্নীলা থেকে ট্যাক্সিতে চড়ে টেকনাফ উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া বিজিবি তল্লাশি ফাঁড়িতে সিএনজিটি থামানো হয়।পাঁচজন যাত্রীর মধ্যে অপর চার জন ট্যাক্সি থেকে নেমে আসেন। কিন্তু ওই নারী নিজেকে ব্লাস্ট এনজিওর কর্মী পরিচয় দিয়ে তল্লাশি এড়ানোর চেষ্টা করেন। পরে বিজিবির নারী সদস্যরা তাকে সিএনজি থেকে নামিয়ে তল্লাশি করেন। এতে ফারজানা আকতার বিজিবির ওপর ক্ষুব্ধ হয়ে তাকে গণধর্ষণের অভিযোগ তোলেন।

বাদীপক্ষের আইনজীবীরা জানান, তল্লাশি ফাঁড়িতে সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজেও এ অভিযোগের সত্যতা মেলেনি। এমনকি টেকনাফ থানায় মামলা করতে গেলে পুলিশ মেডিক্যাল সনদ নিয়ে আসার কথা জানায়। পরে ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে যান।হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীন আবদুর রহমানের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ড তাকে পরীক্ষা করেন।

চিকিৎসকরা জানান, পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া যায়নি মর্মে সনদ প্রদান করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads