• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

আইন-আদালত

ভূমির দখলদার-মালিকের বিরোধ কমাতে আইন হচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০২০

একজনের নামে থাকা জমি ১২ বছর ধরে অন্যজনের ভোগদখলে থাকলেই সেই জমি তার হয়ে যাবে, এমন আইনে পরিবর্তন আনার উদ্যোগ নেয়া হয়েছে। দখলদার যাতে জমির মালিক না হয়ে যায় সেজন্য ‘ভূমি ব্যবহারস্বত্ব গ্রহণ আইন’ নামে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গণমাধ্যমকে জানান, জমি দখল, দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলা কমাতে এই আইন কার্যকর ভূমিকা রাখবে। যাতে জরিমানা ও কারাদন্ডের বিধানও থাকছে। 

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদালতে এখন যত মামলা রয়েছে তার ৭০ শতাংশ জমি সংক্রান্ত। যার বেশীরভাগই জমির দখল বিষয়ক মামলা। আর এসব মামলা চলতে তাকে বছরের পর বছর। নিষ্পত্তি হওয়ার হারও উল্লে­খযোগ্য নয়। 

দেশে জমির ভোগ-দখল সংক্রান্ত যে আইনটি রয়েছে তা ব্রিটিশ আমলের। প্রনয়ন করা হয়েছিলো ১৮৮৫ সালে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে অনেক আইনের পরিবর্তন হলেও এই আইন রয়ে গেছে আগের মতই। ফলে কারো জমি অন্যজন ১২ বছর ভোগ-দখল করলে সেই জমির মালিকানা পাওয়ার সুযোগ ছিলো। এর ফলে জমি সংক্রান্ত জটিলতা ও মামলা বাড়তে থাকায় আইনটি সংশোধন করতে যাচ্ছে সরকার। 

‘ভূমির ব্যবহারস্বত্ব গ্রহণ আইন-২০২০’ নামে সংশোধিত আইনটির খসড়া প্রনয়নের কাজ শেষ করেছে ভূমি মন্ত্রণালয়। এখন খসড়াটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সেখান থেকে যাচাইবাছাই শেষে মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনটি পাশের জন্য সংসদে উত্থাপন করা হবে। 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বললেন, একজনের জমি আরেকজন জোরজবরদস্তি করে দখল করে রাখবে, তা হতে দেয়া যায় না। এই আইনের ফলে এর অবসান হবে। 

মন্ত্রী বলেন, আইন অমান্যকারীদের জন্য জরিমানা এবং কারাদন্ডের বিধানও থাকছে। জমি দখলের সাথে জড়িতরা যত ক্ষমতাবানই হোন না কেন, আইনটি হলে তারা ছাড় পাবেন না বলে সতর্ক করলেন ভূমিমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads