• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

আইন-আদালত

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর : আসামিদের ৩ দিনের রিমান্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ নেতা আনিসসহ তিন আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আমলী আদালতের বিচারক সেলিনা খাতুন এ আদেশ দেন।

এর আগে, সকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, যুবলীগ কর্মী হৃদয় আহমেদ এবং সবুজ হোসেনকে আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হলে, শুনানি শেষে বিচারক তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কুমারখালী উপজেলার কয়া গ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটে। ঘটনায় শুক্রবার বিকেলে কয়া কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

পরে শুক্রবার রাতে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমানসহ (৩৫) তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 



 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads