• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২১

সুনামগঞ্জে বাবা, স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম-আলফু মিয়া (৪৮)। সে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে সুনামগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু ঘাতক আলফু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করার পর সন্ধ্যায় তাকে কারাগারে পাঠায় পুলিশ।

আদালত সূত্রে জানা যায়- ২০১৪ সালের ২০শে সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে দন্ডপ্রাপ্ত আলফু মিয়া তার স্ত্রী বিউটি বেগম ও মেয়ে আরিফা বেগমকে বেধড়ক মারধর করে। ওই সময় বাবা আলা উদ্দিন তার প্রতিবাদ করে। সেজন্য আলফু মিয়া উত্তেজিত হয়ে টিউবওয়েলের হাতল দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবা আলা উদ্দিনের মৃত্যু কিছুক্ষণ পরেই আহত স্ত্রী বিউটি ও মেয়ে আরিফার মৃত্যু হয়। এঘটনার খবর পেয়ে এলাকার লোকজন ছুটে এসে ঘাতক আলফু মিয়াকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে আলফু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এঘটনার প্রেক্ষিতে নিহত আলা উদ্দিনের ছেলে শাজাহান মিয়া বাদী হয়ে তার ভাই আলফু মিয়ার নামে থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ এই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬শে ডিসেম্ভর আদালতে অভিযোগপত্র দাখিল করে। এই হত্যা মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ঘাতক আলফু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত এপিপি এডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads