• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
স্ত্রী মিতু হত্যা মামলা: জামিন পাননি বাবুল আক্তার

সংগৃহীত ছবি

আইন-আদালত

স্ত্রী মিতু হত্যা মামলা: জামিন পাননি বাবুল আক্তার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ আগস্ট ২০২১

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান আজ বুধবার দুপুরে মামলার শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে দেন।

আসামিপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল বলেন, ‘সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আকতারের জামিন আবেদন করেছি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেব।’

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। হত্যাকাণ্ডের পর নগরের পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করে একটি মামলা করা হয়, যার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই।

গত ১২ মে মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads