• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

মতবিরোধে এজলাস ছাড়লেন বিচারপতি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০২১

দুদকের কর্মকর্তা সার্বক্ষণিকভাবে আদালতে অবস্থান করবেন কিনা, এ নিয়ে দুই বিচারপতির মতোবিরোধের জেরে জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ছাড়ার কারণে বন্ধ আছে হাইকোর্টের এনেক্স ২৭ বেঞ্চের বিচারকাজ।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ পরিস্থিতি তৈরি হয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, দুদকের মামলার শুনানিতে বৃহস্পতিবার থেকে যেন দুদকের কর্মকর্তা উপস্থিত থাকেন এ বিষয়ে মৌখিক নির্দেশনা দেন হাইকোর্ট।

এ বিষয়ে বৃহস্পতিবার দুদকের আইনজীবী আদালতকে জানান, দুদকের কর্মকর্তা দেওয়া হবে তবে এজন্য সময় চেয়েছে কমিশন।

বেঞ্চের বিচারপতি এস এম মুজিবুর রহমান জানান, দুদকের কর্মকর্তা থাকার দরকার নেই। প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে। ভিন্ন বক্তব্য দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বিচারকাজ বন্ধ করে এজলাস ছেড়ে যান। সেই থেকে বিচার কাজ বন্ধ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads