• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ধামরাইয়ে ১০ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০২১

হাইকোর্টের নির্দেশে ঢাকার অদূরে ধামরাই এলাকায় বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তর ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা। অভিযানে ১০টি ইটভাটাকে মোট পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব ও হায়াত মাহমুদ রকিব। পরিদর্শক হিসেবে ছিলেন প্রতীক ইসলাম ও ফাতেমা-তুজ-জোহরা।

জানা গেছে, এই অভিযানে মেসার্স মদিনা ব্রিকস, এম এস বি-০২, মেসার্স ফারুক ব্রিক্স, মেসার্স নূর ব্রিক্স, মেসার্স তুহিন ব্রিকস, মেসার্স মার্ক ব্রিক্সকে ছয় লাখ টাকা করে মোট  ৩৬ লাখ টাকা এবং মেসার্স মক্কা মদিনা ব্রিকস ও মেসার্স খান ব্রিকসকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা। এছাড়া মেসার্স রাহাত ব্রিকস ও মেসার্স কালামপুর ব্রিকসকে ২ দুই লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা ও  আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক, মো. জিয়াউল হক এবং ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক, মো. জহিরুল ইসলাম তালুকদার। বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads