• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

রিয়াজের শ্বশুরের আত্মহত্যা : ধানমন্ডি থানায় মামলা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০২২

চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ও মডেল মুশফিকা তিনার বাবা ব্যবসায়ী আবু মহসিন খান ফেসবুকে লাইভে এসে আত্মহত্যা করার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আজ সকালে এই অপমৃত্যুর মামলাটি দায়ের হয়।

এর আগে গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডি ৭ নম্বর সড়কে ২৫ নম্বর ভবনে নিজ ফ্ল্যাটে ফেসবুক লাইভে এসে কিছু সময় কথা বলার পর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন মহসিন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

যেখানে বসে লাইভে কথা বলছিলেন মহসিন খান, তার পাশেই একটি চিরকুট পেয়েছে পুলিশ।

ওই চিরকুটে লেখা ছিলো, ‘ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।’

এ বিষয়ে ধানমন্ডি থানার ওসি একরাম আলী বলেন, ‘চিরকুটটি কম্পিউটারে টাইপ করা। নিচে মহসিন সাহেবের নামে স্বাক্ষর রয়েছে। ঘটনায় দায়ের হওয়া মামলাটি আমরা তদন্ত করছি। তদন্তে চিরকুট ও ভিডিওতে বলা কথা এবং স্বাক্ষরটি উনার কি না, তা যাচাই করা হবে।’

আবু মহসিন খানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে ধানমন্ডিতে তার জানাযা হবে। এরপরই মৃত্যুর আগে তার ইচ্ছে অনুযায়ী মোহাম্মদপুরের রায়ের বাজার কবস্থানে দাফন করা হবে। আবু মহসিনের ১ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে তার মাকে নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। আর মেয়ে চিত্রনায়ক রিয়াজের স্ত্রী মডেল মুশফিকা তিনা রাজধানীর বনানীতে থাকেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads