• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সেনবাগে পুলিশের উপর হামলা ও ভাংচুরের মামলায় দুই যুবদল নেতা গ্রেফতার

প্রতিনিধি পাঠানো ছবি

আইন-আদালত

সেনবাগে পুলিশের উপর হামলা ও ভাংচুরের মামলায় দুই যুবদল নেতা গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০২২

নোয়াখালীর সেনবাগের গাজীরহাট চৌমোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলা, সড়ক অবরোধ ও ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাংচুরের মামলায় দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত গভীররাতে উপজেলার বালিয়াকান্দি এলাকা থেকে থানা পুলিশ যুবদল নেতা ইমাম উদ্দিন (২২) ও মিরাজ উদ্দিনকে (২১) গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় পুলিশের উপর হামলা, ভাংচুরের একাধিক মামলা রয়েছে।

যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ আগষ্ট সেনবাগের গাজীরহাট চৌমোড়ে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ও বিএনপির বিক্ষোভ মিছিলের সময় বিএনপির কাজী মফিজ গ্রপেরে নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হলে পুলিশের এসময় উভয়কে শান্ত করা চেষ্টা করেন। কিন্তু এসময় বিএনপি কর্মীরা পুলিশ উপর হামলা চালায় ও সড়ক অবরোধ করে এবং এক পর্যায়ে ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ ভিডিও ফুটেজের মাধ্যমে গ্রেফতারকৃতদের সনাক্ত করা হয়।

তাদেরকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads