• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সাহিত্য

কবিতা

  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২০

ঘ্রাণ-তৃষ্ণা

        

জলদানবের

চাতালে ফোটে কোন চাঁদফুল

তার বুকে বাজে কেন এতো জলতৃষ্ণা

সব হারাবার এক মরু হাহাকার

 

যতটা প্রকাশিত হয় শ্বেতপত্র

আর মেঘমেদুরের আলোক-বাহার

তার চেয়ে গভীর গোপনে

কে জেগে ঘুমায় আর যায় বহুদূর

আজানে ভাসিয়ে নিয়ে রাত্রির শেষ সুর

 

তরণী বাইছে কেউ জানে আবার?

বাতাস উড়িয়ে নেবে শূণ্যেরও ওধারে

ওপারে আঁধার

ঘুম থেকে ঘুমে জেগে

মুখোমুখি বসে ঘুমের সমান ঘুমে

বাজছে ময়ূরগীত তারকা-রাশির গান

 

হাতে উঠে আসে রাতের চিঠি

আলোর সংকেতে -

মৃত্যু কারে ডেকে নেবে,

কারে দেবে সিন্ধু সুধা-বেঁচে থাকার নাম

সময় ঘণাচ্ছে খুব

আমার আঙুলে পাচ্ছি আগর-বাতির ঘ্রাণ।

 

 

ফাহমিনা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads