• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

মধ্যপ্রাচ্য

মক্কার গ্র্যান্ড মসজিদে অস্ত্রসহ গ্রেপ্তার ১

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে ছুরিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা কর্মকর্তারা। এসময় ওই ব্যক্তিকে সন্ত্রাসী গ্রুপগুলোর সমর্থনে স্লোগানও দিতে দেখা যায়।

মঙ্গলবার আছর নামাজের পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

মক্কা পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে দ্য ন্যাশনাল জানিয়েছে, মসজিদের নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

হেড অব প্রেসিডেন্সি ফর দ্য টু হলি মস্কস-র শেখ আব্দুল রহমান আল সুদাইস বলেছেন, বর্ণবাদী ভাষা প্রয়োগ ইসলামি শিক্ষার অংশ নয়। তিনি বলেন, ওই ব্যক্তি এই স্থানের পবিত্রতার প্রতি সম্মান দেখায়নি। আল্লাহ গ্র্যান্ড মসজিদকে নামাজ, তাওয়াফ এবং হজের জন্য ইবাদতের স্থান হিসেবে নির্ধারণ করেছেন।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads