• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

সংগৃহীক ছবি

মধ্যপ্রাচ্য

ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ জুলাই ২০২২

প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে ইরান। দেশটির দাবি, যুদ্ধজাহাজটিতে থাকা ড্রোন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে অভিযান চালাতে সক্ষম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় শুক্রবার ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় যুদ্ধজাহাজটি উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। তেহরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবিলার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের এমন হুমকির দুই দিনের মাথায় ইরানি নৌবাহিনীর এই ড্রোনবাহী জাহাজটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। এর মধ্যে পেলিক্যান, হোমা, আরাশ, চামরুশ, জুবিন, আবাবিল ৪ এবং বভার-৫ সফলতার সঙ্গে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়। ভারটিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন মহড়ায় অংশ নেয়। এছাড়া ফতেহ এবং তারেক সাবমেরিন থেকেও ড্রোন উৎক্ষেপণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads