• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
বিশ্বে মোট শনাক্ত ৩ কোটি ৪৪ লাখ, মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

ছবি : সংগৃহীত

বিবিধ

বিশ্বে মোট শনাক্ত ৩ কোটি ৪৪ লাখ, মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে।

এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ২৭ হাজার ৫৯৭ জনের। আর করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ।

এদিকে, ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছুঁই ছুঁই। ২৪ ঘণ্টায় এক হাজার ৯৬ জনসহ দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৯৯ হাজার ৮শ' ৪ জন। দেশটিতে মোট শনাক্ত প্রায় ৬৪ লাখ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৬০ জনের এবং মোট শনাক্ত হয়েছে ৭৪ লাখ ৯৪ হাজার ৬৭১ জন। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত।

আক্রান্তের দিক থেকে তালিকার তৃতীয় অবস্থানে থাকলেও মৃতের সংখ্যার দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪৮ লাখ ৪৯ হাজার ২২৯ জন এবং মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৬৭ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads