• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিবিধ

কোনো পুলিশ অপেশাদার আচরণ করলে সিনিয়র অফিসারকে জানান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২১

'দেশে চলমান লকডাউন বাস্তবায়নের সরকারের নির্দেশনা মোতাবেক নিজের এবং পরিবারের জীবনকে তুচ্ছ জ্ঞান করে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছে। এমন অবস্থায় সরকারি দায়িত্ব পালনকালে মাঠ পর্যায়ের কোনো পুলিশ সদস্য যদি আপনার সাথে অপেশাদার কোনো আচরণ করে থাকে তাহলে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার সিনিয়র অফিসারকে জানাতে পারেন।'

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকায় কর্মরত এসআই সালেহ ইমরান তার ফেসবুকে এসব কথা জানান। তিনি লেখেন, 'সম্মানিত নেটিজেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ে কর্মরত প্রতিটা সদস্যের চেয়ে আপনারা অনেক বেশী মেধাবী, সচেতন সেই সাথে আইনের প্রতি শ্রদ্ধাশীল।'

সালেহ ইমরান আরো বলেন, 'একমাত্র বাংলাদেশ পুলিশই সম্মানিত নাগরিকদের সুবিধার জন্য তাদের সকল পর্যায়ের অফিসারের নাম্বার সবার জন্য উন্মুক্ত রেখেছে। প্লে স্টোর এ গিয়ে আমার পুলিশ /বিডি পুলিশ নামের এপ ইনস্টল করে খুব সহজেই সংশ্লিষ্ট এলাকার পুলিশের সিনিয়র অফিসারদের ফোন নাম্বার পেয়ে যাবেন। এতেও যদি খুব বেশী ঝামেলা মনে করেন ৯৯৯ এ ফোন করেও সংশ্লিষ্ট এলাকার কনসার্ন পুলিশ অফিসারের নাম্বার সংগ্রহ করে জানাতে পারেন।

তিনি বলেন, 'ফেসবুকে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানোর আগে একবার অভিযোগ দিয়ে দেখুন। না হলে দু লাইন লেখার অপশন তো আপনার হাতে আছেই।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads