• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বিবিধ

বৃষ্টির দিনে চামড়ার জুতার যত্ন

  • প্রকাশিত ২৯ আগস্ট ২০২১

শাকিল আহমেদ রাজু

 

 

আধুনিক জুগের ফাশন সচেতন মানুষের কাছে চামড়াজাত পণ্য বা জুতা, স্যান্ডেল এর প্রতি আকর্ষণের শেষ নেই। ফ্যাশন আক্সেসসোরিজ হিসাবে চামড়ার পণ্যের জুড়ি মেলা ভার। তাছাড়া স্থান কাল বা পাত্রভেদে সবাই চেষ্টা করেন পোশাকের সাথে মিল রেখে অফিসের জুতা এক রকম, পার্টি বা ফরমালে এক রকম আবার কুর্তি বা কামিজে আরেক রকম। আর শাড়ির জন্য তো সবার একটা আলাদা স্যান্ডেল থাকবেই। কিন্তু বৃষ্টির দিনগুলি জুতার জন্য খুব করুন সময়। কাদা তো আছেই আরো শংকা থাকে ড্যাম্প হওয়ার বা ফাঙ্গাস এর আক্রমণের। কিন্তু তাই বলে কি জুতা ব্যবহার থেমে থাকবে? অবশ্যই না| জুতা ব্যবহার করবেন এবং কিভাবে করলে সেটি নষ্ট হবে না তা আসুন জেনে আসা যাক।

পোডিয়াট্রিস্টদের মতে ‘You should not wear the same pair of shoes every day’ এটা কেবল আপনার পা রক্ষা করার জন্যই নয় বরং এটি আপনার জুতোর পক্ষেও ভালো। তাই একদিন বা ২৪ ঘণ্টা বিরতিতে একটি জুতা পরা উচিত। তাতে করে জুতার শেপ যেমন ভালো থাকে তেমনি স্বাভাবিক তাপমাত্রা ও আর্দ্রতাতে জুতা শুকানোর কারণে ফাঙ্গাল অ্যাটাক থেকে মুক্তি রক্ষা পায়।

এখন চেষ্টা করবো কিছু ভিন্ন উপায় বলার যা বৃষ্টি মোকাবিলা করতে এবং আপনার জুতাগুলি সঠিকভাবে সুরক্ষিত রাখতে সাহায্য করবে ।

 

জুতা পছন্দে স্মার্ট হন

বর্ষাকালে জুতা পছন্দের ক্ষেত্রে চামড়ার সোলের জুতার অপেক্ষা রাবার সোলের জুতা অধিক উপযোগী কারণ চামড়ার সোল বেশি আর্দ্রতা শোষণ করে এবং ভিজে গেলে অনেক দেরিতে শুকায় । তাছাড়া শুকিয়ে গেলেও দাগ পড়ে যায়। তাছাড়া পারলে ওয়াটারপ্রুফ চামড়ার তৈরি জুতা পছন্দের তালিকায় রাখতে পারেন।

 

পালিশ, পালিশ এবং পালিশ

চামড়া জুতা দৈনন্দিন যত্ন করা উচিত কারণ এতে অনেক বেশি আর্দ্রতা-প্রতিরোধী হতে সাহায্য করতে পারে। পালিশ করা জুতা বৃষ্টির প্রাকৃতিক প্রতিরোধ দেয়, চামড়ায় সূক্ষ্ম ছিদ্র পূরণ করে। এছাড়াও, জুতার এজ (যেখানে সেলাই করা হয়)  বরাবর পলিশ প্রয়োগ করলে পানিরোধী করতে সাহায্য করে এবং জুতা দীর্ঘদিন নতুনত্ব বজায় রাখে ।

 

ওয়াটারপ্রুফ প্রোটেক্টর ট্রিটমেন্ট

জুতার লাইফ টাইম বাড়াতে প্রতিকারের চেয়ে প্রতিরোধ করা ভালো। বর্ষাতে আপনি যত তাড়াতাড়ি আপনার নতুন জুতাতে ওয়াটারপ্রুফ প্রোটেক্টর  বা স্প্রে প্রয়োগ করবেন ততো তাড়াতাড়ি সেটি সুরক্ষা পাবে এবং মাসে অন্তত একবার এটি পুনরাবৃত্তি করতে ভুলবেন না। তবে কোনো পণ্য প্রয়োগ করার আগে জুতা থেকে সর্বদা ময়লা এবং ধুলো অপসারণ করতে ভুলবেন না যেন।

 

ড্রায়িং টাইম (শুকানোর সময়)

আপনার জুতাগুলো পুনরায় পরার আগে সঠিকভাবে শুকাতে দিন তবে সেগুলো সরাসরি সূর্যের আলোতে শুকাবেন না বা  রাখবেন না।  কারণ তাতে করে জুতার আকৃতি পরিবর্তন হয়ে যেতে পারে।

 

বাড়িতে সিডার সু ট্রি রাখতে পারেন

বৃষ্টির পানিতে ভিজে আপনার অতি মূল্যবান বা পছন্দের পার্টি সু বা ড্রেস সু-এর শেপ নষ্ট হয়ে যেতে পারে তাই জুতা ভিজে গেলেও তার মধ্যে সু ট্রি প্রবেশ করিয়ে রাখুন যা জুতার শেপ ধরে রাখবে। সু ট্রি সাধারণত কাঠের হয় তাই জুতা থেকে সমস্ত অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে ও পায়ের গন্ধ দূর করে জুতাকে ফ্রেশ রাখতে সাহায্য করে।

উপরে বর্ণিত প্রতিরোধমূলক বাবস্থা গ্রহণ করে আপনি আপনার পছন্দের জুতাগুলো এই বর্ষাতেও রাখতে পারেন সুরক্ষিত তাছাড়া পারলে বৃষ্টি এড়িয়ে চলুন ও আরেকটি কথা সাথে ছাতা রাখতে একদম ভুলবেন না যাতে করে অতিমারির এইদিনে শুধু আপনার পছন্দের জুতাগুলো নয় একই সাথে আপনিও থাকতে পারেন সুরক্ষিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads