• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাইল ছবি

জাতীয়

দেশের পথে প্রধানমন্ত্রী

  • বাসস
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়ায় গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছেন। থাই এয়ারওয়েজের একটি বিমানে বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিডনীর কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তিনি। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে এক ঘন্টা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাত্রাবিরতি করবেন বলেও জানা গেছে । সবমিলিয়ে মধ্যরাতে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান প্রধানমন্ত্রী । সেখানে তাকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ এওয়ার্ড-২০১৮’ সম্মাননা পুরুস্কার দেওয়া হয়।

শেখ হাসিনা শুক্রবার সিডনী আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশীপ এওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন এবং প্রীতিভোজে যোগ দেন। বাংলাদেশে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নেতৃস্থানীয় ভূমিকার জন্য এই সম্মাননায় ভূষিত করা হয় তাকে।

সফরকালে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তার বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। শেখ হাসিনা ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং হোটেল সোফিটেল-এ প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে যোগ দেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘গ্লোবাল সামিট অব উইমেন’ বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করে। প্রধানমন্ত্রী তার এই ‘গ্লোবাল উইমেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড’ যেসব নারী ভাগ্য পরিবর্তনের জন্য নিজেদের ক্ষমতার পরিচয় দিয়েছেন তাদের উৎসর্গ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads