• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংরক্ষিত ছবি

জাতীয়

কোটা নিয়ে প্রস্তাবিত কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে ২০১৮

আন্দোলনকারীদের আল্টিমেটাম ছিল বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিল সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে ফের আন্দোলন শুরু হবে। এমন হুমকির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি না হলেও সরকারি চাকরির কোটা সংস্কারে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠনের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হক খান এ তথ্য জানান।

জনপ্রশাসন সচিব বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত কমিটি অনুমোদন পেলে কোটা সংস্কারের কাজ শুরু হবে। এই কমিটিই চূড়ান্ত করবে কোটা সংস্কার কীভাবে হবে? এর আগে  বৃহস্পতিবারের মধ্যে কোটা বাতিলে প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে নতুন করে আন্দোলনের হুশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারীরা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ ঘোষণা দেয়।

কোটা সংস্কার দাবিতে এপ্রিল মাসের শুরুতে রাজধানীসহ সারা দেশে আন্দোলন জোরদার হলে একপর্যায়ে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রজ্ঞাপন না হওয়ায় বিষয়টি অস্পষ্টই রয়ে গেছে। কয়েকটি দেশ সফর শেষে সর্বশেষ সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রী পুরো কোটা বাতিলে তার আগের অবস্থানই ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads