• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
চীন-রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুপারিশ

চীন-রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুপারিশ

প্রতীকী ছবি

জাতীয়

রোহিঙ্গা সঙ্কট

চীন-রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুপারিশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুন ২০১৮

হত্যা ও নির্যাতনে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি শিবিরে আশ্রিতদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ করা হয়।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ অংশ নেন।

বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের জন্য বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা কক্সবাজার পরিদর্শন করায় স্থানীয় বিমানবন্দরকে আরো আধুনিকায়ন ও সম্প্রসারণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads