• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত

ছবি সংরক্ষিত

জাতীয়

বিমান বাহিনীর নতুন প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুন ২০১৮

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এয়ার মার্শাল পদে পদোন্নতি পেয়ে তিনি এ নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছ, এ আদেশ আগামী ১২ জুন অপরাহ্ন থেকে কার্যকর হবে। তিনি আগামী ৩ বছর বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিমান বাহিনী প্রধান হিসেবে এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন।চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ১২ জুন অবসরে যাবেন আবু এসরার।

বিমান বাহিনীর প্রধান পদে এয়ার চিফ মার্শাল আবু এসরারের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ১২ জুন থেকে তাকে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে অবসর পাঠানোর বিষয়ে সোমবার আলাদা আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আবু এসরার প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে ওই আদেশে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads