• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
১১টি অনিয়ম ও শর্ত লঙ্ঘন ম্যাক্স হাসপাতালের

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে

ছবি : ইন্টারনেট

জাতীয়

১১টি অনিয়ম ও শর্ত লঙ্ঘন ম্যাক্স হাসপাতালের

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৮

চট্টগ্রামের আলোচিত ম্যাক্স হাসপাতালে নানা অনিয়ম ও শর্ত লঙ্ঘনের সত্যতা পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। ১৫ দিনের মধ্যে এসব অনিয়মের ব্যাখ্যা চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ম্যাক্স হাসপাতালের মোট ১১টি ত্রুটি পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. কাজী জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এসব কথা উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, ম্যাক্স হাসপাতালের লাইসেন্স নবায়নের জন্য যে আবেদন করা হয়েছে সেটি বিধি মোতাবেক হয়নি। ১৫০ শয্যার এ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্সদের কোনো নিয়োগপত্র নেই। বিশেষজ্ঞ চিকিৎসকদেরও কোনো তালিকা নেই। নেই ক্লিনার, কর্মচারী নিয়োগের কোনো তথ্য। হাসপাতালের প্যাথলজিক্যাল ল্যাবের অনুমোদন নেই। নেই প্যাথলজিষ্ট, রিপোর্ট প্রদানকারী চিকিৎসক এবং মেডিক্যাল টেকনোলজিস্টের কোনো তালিকা। এছাড়া হাসপাতালটিতে নেই ব্লাড ব্যাংক। নোটিশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে এসব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন করা না হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবি জানানো হয়। এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা বলেন, সমকালের সিনিয়র রিপোর্টার রুবেল খানের শিশু কন্যা রাইফা খানের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ওঠার পর থেকেই সাংবাদিকরা ম্যাক্স হাসপাতালটি অবৈধ বলে দাবি করে আসছে। স্বাস্থ্য অধিদফতরের তদন্তেও তা উঠে এসেছে। সাংবাদিকদের দেওয়া তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের নোটিশের মাধ্যমেও প্রমানিত হয়েছে। তারা আরও বলেন, সাংবাদিকদের আন্দোলন চিকিৎসক সমাজের বিরুদ্ধে নয়। সাংবাদিকরা রাইফার মৃত্যুর ঘটনায় দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়ে আসছে। একই সাথে অবৈধভাবে গড়ে ওঠা ম্যাক্স হাসপাতাল বন্ধের দাবি জানিয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads